Templates by BIGtheme NET
Home » জেলার খবর » মায়ের বঁটির কোপে ৬ মাসের শিশু নিহত!

মায়ের বঁটির কোপে ৬ মাসের শিশু নিহত!

জামালপুরের মেলান্দহে মায়ের বঁটির কোপে ছয় মাস বয়সী শিশু নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার মালিহাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে মাকে আটক করেছে পুলিশ।

নিহত শিশু মামুন ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের ছেলে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম জানান, মেলান্দহ পৌর এলাকার মালিহাডাঙ্গা গ্রামের মিম আক্তারের (২২) সঙ্গে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বাচ্চা গর্ভে থাকার সময় মিম আক্তারকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে তাঁর বাবার বাড়িতে পাঠিয়ে দেন। এর পর থেকে শিশু মামুনকে নিয়ে বাবার বাড়িতে থাকলেও স্বামী রাশেদুল ইসলাম খোঁজ নিতেন না। আজ বিকেলে বঁটি দিয়ে কুপিয়ে নিজের শিশুসন্তানকে হত্যা করেন মিম।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যার অভিযোগে মিম আক্তারকে আটক করা হয়েছে। তবে কী কারণে নিজের শিশুসন্তানকে হত্যা করেছেন এখনো কিছু জানতে পারেনি পুলিশ।

Facebook Comments