Templates by BIGtheme NET
Home » জেলার খবর » চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত

নিজস্ব প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন জন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম (মতু) ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুইড্যাং ফিল্টি পাড়া ও নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের আলিশাপুরে এলাকায় এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হাটপাড়া (বটতলা) গ্রামের মৃত নজরুল ইসলামের ছোলে মেসবাউল হক মিশু (৪০), শংকরবাটি এলাকার বটতলা গ্রামের মৃত দাউদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫), আব্দুর রহমানের মেয়ে ফারজানা (১২)। এছাড়াও তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী শাহজাহান জানান; নিহতরা দুজন ফিল্টি পাড়ায় একটি আমের বাগান কিনে বৃহষ্পতিবার বিকালে আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলে মেসবাউল ও মিশুর মৃত্যু হয়।

Facebook Comments