Templates by BIGtheme NET
Home » সারা বিশ্ব » টোকিও অলিম্পিকের সবচেয়ে বেশি স্বর্ণজয়ে চীন

টোকিও অলিম্পিকের সবচেয়ে বেশি স্বর্ণজয়ে চীন

 

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

টোকিও ২০২০ অলিম্পিকের সপ্তমদিন ১৯টি স্বর্ণসহ ৪০ পদক জিতে আবারও শীর্ষস্থান দখল করেছে চীন। তাদের ঝুলিতে ১০টি রুপা ও ১১টি ব্রোঞ্জ।

 

তবে দ্বিতীয় স্থানে থাকা স্বাগতিক জাপান শুক্রবার পর্যন্ত ২৮টি পদক জিতেছে। যার মধ্যে ১৭টি সোনা। বাকি ১১টির মধ্যে চারটি রুপা ও সাতটি ব্রোঞ্জ। ১৪টি স্বর্ণসহ ৪১ পদক নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর বাকি ২৭টি পদকের মধ্যে ১৬টি রুপা ও ১১টি ব্রোঞ্জ জিতেছে তারা।

 

জানা যায় বিশ্ব চ্যাম্পিয়ন পোল ভোল্টার করোনা আক্রান্ত : দুবারের বিশ্ব পোল ভোল্ট চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাম কেনড্রিকস ছিটকে পড়েছেন টোকিও অলিম্পিক থেকে। তিনি করোনায় আক্রান্ত। এরকম খবর ছড়িয়ে পড়ার পর আর্জেন্টাইন পোল ভোল্টার জারমান চিয়ারাভিগলিও জানান, তিনিও করোনা পজিটিভ। গেমসে অংশ নেবেন না।

Facebook Comments