Templates by BIGtheme NET
Home » রাজনীতি » খালেদা জিয়া টিকার ২য় ডোজ নিবেন আজ

খালেদা জিয়া টিকার ২য় ডোজ নিবেন আজ

নিজস্ব প্রতিনিধি:

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ বুধবার করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজ নেবেন বলে জানা গেছে।

 

প্রতিনিধির সূত্র মতে রাজধানীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে খালেদা জিয়া টিকা নেবেন।

 

খালেদা জিয়াকে হাসপাতালের ভেতরে নেওয়া হবে না। গাড়িতে বসিয়ে তাকে টিকা দেওয়া হবে।

 

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ‌্যমকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

 

তাছাড়া তিনি জানান, দুপুর ২টায় করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে তিনি  হাসপাতালে যাবেন। জানা যায় ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তার প্রেক্ষিতে ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেয়া হয়েছিল।

 

অন‌্যদিকে খালেদার টিকা নিতে হাসপাতালে যাওয়ার বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার এ সংক্রান্ত একটি চিঠি আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর পাঠিয়েছেন। তাছাড়া হাসপাতালে যাতায়াতে তাকে যাতে পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হয় সেজন্য অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

Facebook Comments