Templates by BIGtheme NET
Home » অন্যান্য » বাড়িতে ফিরেছে সাবেক অর্থমন্ত্রী মুহিত

বাড়িতে ফিরেছে সাবেক অর্থমন্ত্রী মুহিত

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

করোনা নেগেটিভ নিয়ে বাসায় ফিরেছেন সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত।

 

প্রাপ্ত তথ‌্য মতে বুধবার আনুমানিক রাত ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে তার বাসা বনানীর ফিরেন। সে সময় তাকে বাসায় তাকে স্বাগত জানায় তার দুই নাতনী সোফিয়া ও মারশিয়া। বাসায় ফিরে নাতনীদের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি।

 

মুহিতের বাসায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন আবুল মাল আবদুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ। তিনি জানান, সাবেক অর্থমন্ত্রী এখন অনেকটাই সুস্থ, তবে কিছুটা দুর্বলতা রয়েছে।

 

উল্লেখ‌্য গত সোমবার আবুল মাল আবদুল মুহিতের নমুনা পরীক্ষার ফল করোনা নেগেটিভ আসে। তথ‌্য মতে গত ২৭ জুলাই সাবেক অর্থমন্ত্রীর দেহে করোনা শনাক্ত হয়। পরে ২৯ জুলাই তাকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়।

Facebook Comments