Templates by BIGtheme NET
Home » রাজনীতি » মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির

মুহিবুল্লাহ বাবুনগরী হেফাজতের নতুন আমির

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

বাংলাদেশ হেফাজতে ইসলাম নতুন আমির মুহিবুল্লাহ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার রাতে কমিটির জরুরী সভার সিদ্ধান্তে মুহিবুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত আমির হিসেবে ঘোষণা করা হয়। জানা যায় এর আগে সংগঠনটির প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।

 

বৃহঃপতিবার দুপ‌িরে অসুস্থ জনিত কারনে সাবেক আমির হাফেজ মাওলানা জুনাইদ বাবুনগরী মারা যান। তাকে দাফন করার কাজ সমাপ্ত হয় রাতেই।কিন্তু তার আগেই ভারপ্রাপ্ত আমিরের নাম ঘোষণা করল সংগঠনটি।

 

তাছাড়া হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের ছেলে মোরশেদ বিন নুর সংবাদমাধ্যমকে জানান, ‘সংগঠনের শুরা মিটিং হয়নি, ফোনে ফোনেই আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে ভারপ্রাপ্ত মহাসচিব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

Facebook Comments