Templates by BIGtheme NET
Home » খেলাধুলা » অলিম্পিকে নিষিদ্ধ হলো দক্ষিণ কোরিয়া

অলিম্পিকে নিষিদ্ধ হলো দক্ষিণ কোরিয়া

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

চলতি বছর টোকিও অলিম্পিকে নিজেদের দেশ থেকে দল না পাঠানোয় ২০২২ সাল পর্যন্ত অলিম্পিক থেকে উত্তর কোরিয়াকে নিষিদ্ধ করেছে অলিম্পিক কমিটি। আইওসির ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানায় সংস্থাটির নির্বাহী বোর্ড।

 

জানা যায়, নিষিদ্ধ হওয়ার কারণে আগামী বছর শীতকালীন বেইজিং অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না দেশটি। সংবাদ সম্মেলনে আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ জানান, ‘টোকিও অলিম্পিকসে অংশ না নেওয়ার একতরফা সিদ্ধান্তের কারণে ডেমোক্রেটিক পিপল’স রিপাবলিক অব কোরিয়াকে ২০২২ সালের শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

 

আইওসি সভাপতি আরও বলেন, এই নিষেধাজ্ঞার সময়ে কোনোরকম আর্থিক সহযোগিতা পাবে না দেশটি। শাস্তির মেয়াদের বিষয়েও পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কথা বলেন তিনি।

 

চলমান করোনা মহামারী ইস্যুতে চলতি বছর টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেনি দক্ষিণ কোরিয়া।

Facebook Comments