Templates by BIGtheme NET
Home » জাতীয় » দেশের প্রায় সকল নদ-নদীর পানির বিপৎসীমার নিচে

দেশের প্রায় সকল নদ-নদীর পানির বিপৎসীমার নিচে

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

দেশের বন্যা পরিস্থিতি প্রায় সব অঞ্চলে উন্নতির দিকে প্রবাহিত হচ্ছে। কিন্তু তুরাগ নদের পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 

ফলে গাজীপুরে কাটেনি বন্যা পরিস্থিতি। তবে আগের চেয়ে উন্নতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের সব বন্যা প্রবণ প্রধান প্রধান নদ-নদীর পানি কমছে। বৃহস্পতিবার নাগাদ আরও কমবে।

 

বর্তমানে তুরাগ নদীর পানি কালিয়াকৈরে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্ৰহ্মপুত্র-যমুনার পানির সমতল হ্রাস অব্যাহত থাকবে।

 

গঙ্গা-পদ্মার পানির সমতলও হ্রাস পাচ্ছে। ফলে সিরাজগঞ্জ জেলার কাজীপুর ও সিরাজগঞ্জ স্টেশন, টাঙ্গাইল জেলার এলাসিন ঘাট স্টেশন এবং মানিকগঞ্জ জেলার আরিচা স্টেশনে পানি সমতল বিপৎসীমার নিচে চলে এসেছে। ফলে এ সব জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

তাছাড়া রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জের ভাগ্যকূল এবং মাওয়া পয়েন্টে ও শরীয়তপুরের সুরেশ্বর পয়েন্টে পানি সমতলও বিপৎসীমার নিচে চলে এসেছে। ঢাকার চারপাশের নদীগুলোর পানি সমতল স্থিতিশীল আছে। বিপৎসীমা অতিক্রমেরও সম্ভাবনা নেই।

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া তথ‌্য মতে, তাদের পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০৯টি স্টেশনের মধ্যে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) পানির সমতল বেড়েছে ৮৮টিতে। কমেছে ১৯টি স্টেশনের পানির সমতল। দু’টিতে পানির সমতল অপরিবর্তিত আছে। বিপৎসীমার ওপরে আছে একটি স্টেশনের পানি।

Facebook Comments