Templates by BIGtheme NET
Home » সারা বিশ্ব » নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ৩২

নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে বাস, নিহত ৩২

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

নেপালে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ৩২ জন মারা গেছেন। এ ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিলেন।

 

 

তথ‌্য মতে জানা গেছে, গতকাল দুপুরে দেশটির মুগু জেলায় একটি বাসে করে ভ্রমণ করছিলেন বহু যাত্রী। পাহাড়ি পথে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং প্রায় ১ হাজার ফুট (৩০০ মিটার) নিচে পড়ে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

 

তবে নেপালের সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনার বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে উদ্ধারকর্মীদেরকে হতাহতদের এবং ব্যাগসহ তাদের অন্য জিনিসপত্র বহন করতে দেখা যায়।

 

তাছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এছাড়া নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র : কাঠমান্ডু পোস্ট

Facebook Comments Box