Templates by BIGtheme NET
Home » সারা বিশ্ব » শপিংমলে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত

শপিংমলে সন্ত্রাসীদের গুলিতে দুজন নিহত

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

যুক্তরাষ্ট্রের জনবহুল একটি শপিংমলে গুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এর মধ্যে একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

 

সেখানকার স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের ইদাহো রাজ্যের একটি শপিংমলে এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

 

পুলিশ সূত্র জানায়, ইদাহো রাজ্যে গুলির ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন পুলিশের কর্মকর্তা।

 

তবে গুলির ঘটনাটি ঘটে স্থানীয় সময় সোমবার বিকালে ইদাহো রাজ্যের বোইস শহরের বোইস টাউন স্কয়ার মলে।

 

তাছাড়া সংবাদ সম্মেলনে বোইস শহরের পুলিশ প্রধান রায়ান লি জানান, পুলিশ এখনও হাসপাতাল এবং তদন্তকারীদের সঙ্গে ভুক্তভোগীদের পরিবারকে অবহিত করার জন্য কাজ করছে৷

 

তবে বোইসের পুলিশ জানায়, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

 

ইদাহোর গভর্নর ব্র্যাড লিটল জানান, গুলির ঘটনায় বোইস পুলিশকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে রাজ্য।

 

তবে টুইটে তিনি লেখেন, বোইস টাউন স্কয়ার মলে অবিবেচকের মতো হামলায় যারা আহত হয়েছেন তারা আমার প্রার্থনায় রয়েছেন।এ ঘটনার তদন্তে ইদাহো রাজ্য বোইস পুলিশ বিভাগের পাশে রয়েছে।

Facebook Comments Box