Templates by BIGtheme NET
Home » জেলার খবর » গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫ জন করোনা পজেটিভ

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৫ জন করোনা পজেটিভ

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দশমিক ৩৪ শতাংশ।

 

এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

 

নতুন আক্রান্ত ৫ জনই মহানগর এলাকার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩৭৩ জন।

 

এর মধ্যে মহানগর এলাকায় ৭৪ হাজার ৭০ জন এবং উপজেলায় ২৮ হাজার ৩০৩ জন।

এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩১ জনের মধ্যে ৭২৩ জন মহানগর এবং ৬০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

Facebook Comments Box