Templates by BIGtheme NET
Home » জেলার খবর » শম্ভুগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

শম্ভুগঞ্জে ট্রাকচাপায় নিহত ৩

ক্রাইমভিশনবিডি ডেস্ক:

 

ময়মনসিংহের শম্ভুগঞ্জে ট্রাকচাপায় এক মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহের শম্ভুগঞ্জের চায়না মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ময়মনসিংহের ত্রিশালের কালিবাজার সেনবাড়ির ফজলুল হকের ছেলে বাবু মিয়া (২৫), সোহরাব উদ্দিনের ছেলে ইয়াসিন আলি (১৮) ও ইসলাম মিয়ার ছেলে রিপন মিয়া (২০)।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শম্ভুগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে ওই তিন জন ত্রিশালে গ্রামের বাড়ি ফিরছেন। পথে পেছন থেকে তাদের ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। একই ঘটনায় আরেক মোটরসাইকেলের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত তিন জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box