ক্রাইমভিশনবিডি ডেস্ক:
খুব একটা খেলার মধ্যে নেই তিনি। তবে মাঠে নামলে বল হাতে দেখান ঝলক। তার রেশ দেখা গেল বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে বল হাতে দারুণ করলেন মাশরাফি বিন মুর্তজা। নিলেন ৪ উইকেট।
আগে ব্যাট করতে নেমে ১৯৮ রানে অল আউট হয়ে গেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে নেতৃত্বের পাশাপাশি বল হাতে মাশরাফি ছিল বেশ উজ্জ্বল। তুলে নেন প্রতিপক্ষের ৪ উইকেট। ইকোনোমিও ছিল পাঁচের নিচে।
বোলিংয়ে নেমে মাশরাফি শুরুতেই ফেরান খেলাঘরের ওপেনার হাসানুজ্জামানকে। শেষ দিকে ইফতেখার সাজ্জাদকে সাব্বির রহমানের হাতে ক্যাচ বানান। পরের বলে মাশরাফির শিকার মাসুম খান টুটুল। পরপর দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগান। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও ওই ওভারের শেষ বলে নূর আলমকে ফিরিয়ে দুই শ’র আগেই খেলাঘরের ইনিংস গুটিয়ে দেন তিনিই। রূপগঞ্জের হয়ে ৩ উইকেট নিয়েছেন চিরাগ জনি।