দক্ষিণ আফ্রিকা সফরের সময় মায়ের অসুস্থতার সংবাদ পান সাকিব আল হাসান। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তার শাশুড়ি নার্গিস বেগমও। যেকারণে টেস্ট না খেলেই দেশে ফিরেন সাকিব। এবার বড় দুঃসংবাদ পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের শাশুড়ি আর নেই। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। গত ১লা এপ্রিল বড় মেয়ে আলাইনা হাসানকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব।
সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় জন্য দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে বাংলাদেশে ছিলেন তিনি।
জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। তখন অবশ্য দেশেই ছিলেন সাকিব। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ থেকে রওয়ানা করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে মারা যান শ্বশুর মমতাজ আহমেদ।