Templates by BIGtheme NET
Home » খেলাধুলা » ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সম্ভাবনা বাংলাদেশের

২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সম্ভাবনা বাংলাদেশের

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া আইসিসির সভায় ২০২৩-২০২৭ সালের ভবিষ্যৎ সফর পরিকল্পনার খসড়া সূচি নিয়ে আলোচনা হয়েছে। সেখানে আগামী চার বছরে ৪২টির মতো টেস্ট সূচিভুক্ত করতে পেরেছে বিসিবি বলে জানিয়েছেন জালাল ইউনুস, ‘আলাপ–আলোচনা করে যেগুলো চূড়ান্ত করেছি এর মধ্যে ৪০+ টেস্ট , ৭০+ ওয়ানডে, ৭৬+ টি-টোয়েন্টি। হতে পারে এখান থেকে কিছু বদল হতে পারে। এইগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর তো আইসিসি ইভেন্ট আছেই। এর মধ্যে তিন জাতি সিরিজও খেলতে পারি।’

ক্রিকেট পরিচালনা বিভাগের সভার মূল আলোচনায় ছিল শ্রীলঙ্কা সিরিজ ঘিরে। সব ঠিক থাকলে আগামী ৮ মে বাংলাদেশে দুটি টেস্ট খেলতে আসবে শ্রীলঙ্কা। বাংলাদেশ দলও একই দিন সিরিজের জন্য ক্যাম্প শুরু করবে। আগামী ৭ মে ঢাকায় এসে পৌঁছাবেন কোচিং স্টাফের সদস্যরা।

পারিবারিক সমস্যার কারণে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ওয়ানডে সিরিজ খেলে দেশে ফেরা সাকিব আল হাসানের শ্রীলঙ্কা সিরিজে থাকা না থাকার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। জালাল ইউনুস সাকিবের ব্যাপারে বলেছেন, ‘আমি দুই-এক দিনের মধ্যে সাকিবের কাছ থেকেই জানতে পারব। তার সঙ্গে আলাপ–আলোচনা হচ্ছে। যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত কিছু সমস্যায় ছিল। সে জন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

Facebook Comments Box