ক্রা্ইমভিশনবিডি ডেস্ক:
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দীর্ঘ্য একযুগ পরে শুরু হতে যাচ্ছে আগামী ১৫জুন ঝিনাইদহের পৌর মেয়র নির্বাচন। ঝিনাইদহে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে সম্ভাব্য মেয়র প্রার্থীর মধ্যে সব থেকে বেশি এগিয়ে আছেন বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক, দানবির, রেডিয়েন্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বহু প্রতিষ্ঠানের মালিক কাইয়ূম শাহরিয়ার জাহেদী (হিজল)৷
কুষ্টিয়ার গোবরা-চাঁদপুর ইউনিয়নের বাসিন্দা আঃ রাজ্জাকের থেকে খোঁজ নিয়ে জানা গেছে তিনি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার গোবরা-চাঁদপুর ইউনিয়নের গোবরা গ্রামের জামাই। কুমারখালি উপজেলার গোবরা গ্রামের সম্ভ্রান্ত ব্যবসায়িক পরিবারের আলহাজ্ব মাষ্টার মোঃ মিজানুর রহমান মিয়ার ছোট কন্যা রোকসানা ইয়াসমিনের জামাতা তিনি। মি. রাজ্জাক বলেনঃ এলাকায় মিজানুর রহমান মিয়া একজন সুনামধন্য ব্যক্তিত্ব, পান্টি বাজারে বড় বড় মার্কেট, ব্যবসা ও ইসলামি ব্যাংক এর শাখা রয়েছে। এলাকার ছেলে আনিস এর সাথে কথা বলে জানা গেলো এ বাড়ির জামাই মেয়র প্রার্থী হওয়াতে এলাকাবাসী খুবই আনন্দিত, উচ্ছসিত। মাঝে মাঝে ই মেয়র প্রার্থী হিজল এ বাড়িতে আসেন, পান্টি বাজারে সময় দেন, এলাকার গরিব মানুষের খোঁজ খবর রাখেন ও সাধ্যমত দান করেন। একজন ভালো মানুষ, সদাপলাপি, মিষ্টিভাষি, অমন মানুষ নির্বাচনে দাঁড়িয়েছে এটাই ঝিনাইদহ বাসির জন্য একটা ভালো সুযোগ, ভাগ্যও বটে। উনার মতন ভালো ও যৌগ্য মানুষ খুঁজে পাওয়া ভার। আশা করি দলমত নির্বিশেষে সকলে ই উনাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করবেন।