Templates by BIGtheme NET
Home » সারা বিশ্ব » বিয়ের পিঁড়িতে বসলো ৯৫ বছর বয়সী যুবক

বিয়ের পিঁড়িতে বসলো ৯৫ বছর বয়সী যুবক

অনলাইন ডেস্ক:

কথায় আছে বয়স কেবল সংখ্যামাত্র।  সেটাই যেন প্রমাণ করলেন এই ব্যক্তি। ২৩ বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিকাকেই জীবন সঙ্গী করে নিলেন তিনি। অবশ্য নতুন জীবন শুরু করতে একটু দেরিই হয়ে গেল তার। ৯৫ বছর বয়সে জীবনে প্রথমবার বসলেন বিয়ের পিঁড়িতে। তবে পাত্রীর বয়সও নেহায়েত কম হয়নি। নয় নয় করেও ৮৫টি বসন্ত পেরিয়ে গেছে পাত্রীরও।

 

ইংল্যান্ডের কার্ডিফের ওই দম্পতির সাতপাঁকে বাঁধা পড়ার খবর হয়েছে শিরোনাম।

 

২৩ বছর আগে একটি গির্জায় দেখা হয়েছিল পাত্র জুলিয়ান ময়েল এবং পাত্রী ভ্যালেরি উইলিয়ামসের। এতদিন পরে সেই গির্জাতেই বিয়েটা সেরে ফেলেন ওই দম্পতি। এতদিন পরিচয় থাকলেও বিয়ের সিদ্ধান্ত নেন মাত্র তিনমাস আগে। বিয়ের অনুষ্ঠানে প্রায় ৪০ জন বন্ধু উপস্থিত ছিলেন।

 

পেশায় অপেরা গায়ক ছিলেন জুলিয়ান। তাই বিয়ের আসরেও অপেরা গান হয়েছে। বিয়ের পরে হানিমুনের পরিকল্পনাও সেরে ফেলেছেন তারা। জুলিয়ানের জন্মস্থান অস্ট্রেলিয়াতে বেড়াতে যাবেন নবদম্পতি।

 

এই বয়সে প্রণয়ে বাঁধা পড়ার অনুভূতি জানিয়ে ভ্যালেরি বলেন, বিশ্বাসই করতে পারছি না।

 

অন্যদিকে জুলিয়ান মজা করে বলেছেন, আগে কখনও বিয়ে করছি বলে তো মনে করতে পারছি না।

Facebook Comments Box