ক্রাইমভিশনবিডি ডেস্ক:
দেশের লালন গীতির ঐতিহ্য ধরে রাখতে জনপ্রিয় অনলাইন ভিত্তিক পত্রিকা “”ক্রাইমভিশনবিডি.কম”” এর উদ্দে্যগে “”গানে গানে বাংলাদেশ”” প্রতিযোগীতার কার্যক্রম শুরু করা হয়েছে।
উক্ত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গানে গানে বাংলাদেশ অনুষ্ঠানের উদ্যোক্তা হাসিবুর রহমান রুবেল, বিডি সংলাপের সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান সহায়ক তারিক বিন আজিজ, অনুষ্ঠানের সহায়ক ও খবর প্রতিক্ষণের সম্পাদক তৌহিদ হাসান।
সর্ব সম্মতিক্রমে প্রতিযোগীদের বয়স নিধার্রণ করা হয় ১৮ থেকে ২৫ বছর। আগামী ১০/৭/২০২২ তারিখ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে।
নিবন্ধনের জন্য যোগাযোগ:
info@crimevisionbd.com
অথবা
০১৭৫৭-১২৪১২৪
Facebook Comments Box