ক্রাইমভিশনবিডি ডেস্ক:
রাজধানী সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস চলা অবস্থায় মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
সোমবার (৬ জুন) দুপুর ১২টায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ক্লাসরুমে ক্লাস চলাকালীন অবস্থায়, বারান্দা কিংবা খেলার মাঠে বা ক্যাম্পাসের অন্যত্র যদি মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায় তাহলে মোবাইল বাজেয়াপ্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে মোবাইল ফোন শিক্ষার্থীরা প্রয়োজনের চেয়ে অপ্রয়োজনে বেশি ব্যবহার করে বলে মন্তব্য করেছেন এক অভিভাবক। কলেজের এমন সিদ্ধান্তে সাধুবাদ জানিয়েছে অনেকেই।
এদিকে কলেজ প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংবাদিক সমিতি (সোকসাস)।